menu-iconlogo
huatong
huatong
antara-mitraishan-mitra-jani-okaron-badalrbf-antara-mitra-ishan-mitra-cover-image

Jani Okaron | Badal♫RBF | Antara Mitra & Ishan Mitra

Antara Mitra/Ishan Mitrahuatong
Badal♫🅁🄱🄵🦋huatong
Lyrics
Recordings
F:জানি অকারণ,

আজও তুমি প্রয়োজন

জানি অকারণ,

তবু অগোছালো মন

কাল রাতে ঝড়েছে পলাশ

জানি অকারণ,

তুমি মিশেছ হাওয়ায়

জানি অকারণ,

তবু ভালো লেগে যায়

রিবনে বাঁধি সোহাগের মাস

জানি অকারণ…

M:ছোট্ট ছোট্ট সুখ জুরে থাকে বুক ঘিরে তোমাকে

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায় সড়কের বাঁকে

ওরে মন রে, ওরে মন রে

রাঙিয়ে যাস আমারে

ওরে মন রে, ওরে মন রে

কেন ভোলাস আমারে?

Track by Badal-RBF

F:ছুঁয়ে থাকি আলগোছে

কেন সুখের দাগ মুছে তোমারই মতন মেঘে?

সত্যি কোন গল্প না

পাওয়া তোমায়, অল্প না,কি মায়া বুনেছ দুচোখে?

বেঁধেছ কিসে আমাকে?

M:জানি অকারণ

তুমি মিশেছ হাওয়ায়

জানি অকারণ,

তবু ভালো লেগে যায়

রিবনে বাঁধি সোহাগের মাস

জানি অকারণ…

ছোট্ট ছোট্ট সুখ, জুরে থাকে বুক, ঘিরে তোমাকে

ঠিক কাছে থাকা যায়, পাশে থাকা যায়, সড়কের বাঁকে

ওরে মন রে, ওরে মন রে

রাঙিয়ে যাস আমারে

ওরে মন রে, ওরে মন রে

কেন ভোলাস আমারে?

Track by Badal-RBF

More From Antara Mitra/Ishan Mitra

See alllogo

You May Like