menu-iconlogo
huatong
huatong
avatar

বুক চিন চিন করছে হায়

Anupam Royhuatong
sabrina_martes13huatong
Lyrics
Recordings
বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায়,

বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায়,

বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায়

আমরা দুজন দুজনার ই প্রেমের দুনিয়া

তুমি ছুঁয়ে দিলে হায়,

আমার কি যে হয়ে যায়,

তুমি ছুঁয়ে দিলে হায়

আমার কি যে হয়ে যায়

বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায়

বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায়

আমরা দুজন দুজনার ই প্রেমের দুনিয়া

তুমি ছুঁয়ে দিলে হায়

আমার কি যে হয়ে যায়

তুমি ছুঁয়ে দিলে হায়

আমার কি যে হয়ে যায়

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

তোমাকে যত দেখি নতুন লাগে

কামনার আগুন শুধু বুকে জাগে

তোমাকে যত দেখি নতুন লাগে

কামনার আগুন শুধু বুকে জাগে

আগুনে যাব পুড়ে,

রয়েছ কেন দূরে,

আগুনে যাব পুড়ে,

রয়েছ কেন দূরে,

দাওনা সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়..

তুমি ছুঁয়ে দিলে হায়,

আমার কি যে হয়ে যায়,

তুমি ছুঁয়ে দিলে হায়,

আমার কি যে হয়ে যায়,

যেখানে যাবে তুমি ছায়া হব

তোমারি সাথে আমি মিশে রব

যেখানে যাবে তুমি ছায়া হব

তোমারি সাথে আমি মিশে রব

হাজারও বাঁধা এলে

যাব না তোমায় ফেলে

হাজারও বাঁধা এলে

যাব না তোমায় ফেলে

রাখব তোমায় জনম ভরে মনের সীমানায়

তুমি ছুঁয়ে দিলে হায়

আমার কি যে হয়ে যায়

তুমি ছুঁয়ে দিলে হায়

আমার কি যে হয়ে যায়

বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায়

বুক চিনচিন করছে হায়

মন তোমায় কাছে চায়

আমরা দুজন দুজনার ই প্রেমের দুনিয়ায়

তুমি ছুঁয়ে দিলে হায়

আমার কি যে হয়ে যায়

তুমি ছুঁয়ে দিলে হায়

আমার কি যে হয়ে যায়

More From Anupam Roy

See alllogo

You May Like