menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার প্রানের ও প্রিয়া / বেবি নাজনীন ও এন্ড্রো কিশোর

AR.Riponhuatong
ᴿ᭄𝐀𝐑_𝐑𝐈𝐏𝐎𝐍✵🅡︎Ⓜ️🅟︎࿐🇧🇩huatong
Lyrics
Recordings
মুভিঃ আমার প্রানের প্রিয়া

শিল্পীঃ এন্ড্রো কিশোর ও বেবি নাজনীন

আপলোডঃ AR_ Ripon

[M] একটা নজর দেখা হলে বেঁচে যাই আমি

ও-হা.....ও-হা

একটা নজর আড়াল হলে মরে যাই আমি

ও-হা.....ও-হা

একটা নজর দেখা হলে বেঁচে যাই আমি

একটা নজর আড়াল হলে মরে যাই আমি

তোমায় আমি, ভালোবাসি

তোমায় আমি, ভালোবাসি

জানে জানুক দুনিয়া....

তুমি আমার প্রানের ও প্রিয়া

ও তুমি আমার প্রানের ও প্রিয়া

[F] একটা নজর দেখা হলে বেঁচে যাই আমি

ও-হা.....ও-হা

একটা নজর আড়াল হলে মরে যাই আমি

ও-হা.....ও-হা

একটা নজর দেখা হলে বেঁচে যাই আমি

একটা নজর আড়াল হলে মরে যাই আমি

তোমায় আমি, ভালোবাসি..

তোমায় আমি, ভালোবাসি-

জানে জানুক দুনিয়া....

আমি তোমার প্রানের ও প্রিয়া

আমি তোমার প্রানের ও প্রিয়া~

-===মিউজিক===-

চয়েজঃ রিয়া [RMP]

ফেমেলি:- SRF & RMP

আপলোডঃ AR_Ripon

[M] কাছে এলে তুমি আরোও কাছে পেতে চাই

কি করি না করি যেনো পাগল হয়ে যাই

================

[F] কেনো বুঝ নাগো বাড়াবাড়ি ভালো নয়

ভেঙে দিও লাজ যদি আসে গো সময়

[M] আমার এ মন, মানেনা বারন-

আমার এ মন, মানেনা বারন

দেখে রুপের দরিয়া....

[F] আমি তোমার প্রানেরও প্রিয়া

[M] তুমি আমার প্রানেরও প্রিয়া~

-===মিউজিক===-

চয়েজঃ রিয়া [RMP]

আপলোড:- এ আর রিপন

-==একটু অপেক্ষা==-

[F] লাখো ছেলের ভিড়ে তুমি-ছেলে একজন

জেনে শুনে দিলাম আমি-আমারই মন

=============

[M] লাখো মেয়ের ভিড়ে তুমি মেয়ে একজন

বেধে নিলাম তোমার সাথে আমারি জীবন

[F] তুমি আমার শত মনিহার-

তুমি আমার শত মনিহার

বলে মনের পাপিয়া....

[M] তুমি আমার প্রানেরও প্রিয়া.

ও তুমি আমার প্রানেরও প্রিয়া...

[F] একটা নজর দেখা হলে বেঁচে যাই আমি

[M] একটা নজর আড়াল হলে মরে যাই আমি

[F] তোমায় আমি, ভালোবাসি..

তোমায় আমি, ভালোবাসি

জানে জানুক দুনিয়া....

আমি তোমার প্রানের ও প্রিয়া

[M] তুমি আমার প্রানের ও প্রিয়া~~

-===সমাপ্ত===-

More From AR.Ripon

See alllogo

You May Like