-=শিল্পী:- কনকচাঁপা ও আগুন=-
-==সিনেমা:- বিচার হবে==-
-==ফেমেলিঃ- RMP & RMP==-
-=আপলোডঃ- এ আর রিপন=-
-===অপেক্ষা করুন===-
[F] আমি যে তোমার কে
কাছে এসে নাও যেনে নাও~
আমি যে তোমার কে
কাছে এসে নাও যেনে নাও~
হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে
তুমি এসে যাও দেখে যাও~~
আমি যে তোমার কে
কাছে এসে নাও যেনে নাও~
আমি যে তোমার কে~
কাছে এসে নাও যেনে নাও~
-=আপলোডঃ- এ আর রিপন=-
[M] কখনো ভাবিনি আমি
তোমাকে পাবো~
তোমারি জীবনে আমি
জড়িয়ে যাবো~
===================
কখনো ভাবিনি আমি
তোমাকে পাবো~
তোমারি জীবনে আমি
জড়িয়ে যাবো~
[F] নিঃশ্বাসে নিঃশ্বাসে
কতখানি আছো মিশে-
নিঃশ্বাসে নিঃশ্বাসে
কতখানি আছো মিশে~
অনুভবে নাও বুঝে নাও~~
[M] আমি যে তোমার কে~
কাছে এসে নাও যেনে নাও
আমি যে তোমার কে~
কাছে এসে নাও যেনে নাও~
-=আপলোডঃ- এ আর রিপন=-
[F] জানিনা এ কোন আলো
ছড়িয়ে দিলে~
আমার এই পৃথিবীটা
ভরিয়ে দিলে~
===================
জানিনা এ কোন আলো
ছড়িয়ে দিলে~
আমার এই পৃথিবীটা
ভরিয়ে দিলে~
[M] বিশ্বাসে বিশ্বাসে
কতখানি আছো মিশে~
বিশ্বাসে বিশ্বাসে
কতখানি আছো মিশে~
অনুভবে নাও বুঝে নাও~~
[F] আমি যে তোমার কে~
কাছে এসে নাও যেনে নাও
আমি যে তোমার কে~
কাছে এসে নাও যেনে নাও~
[M] হৃদয়ের মাঝে আমি
রেখেছি কারে~
তুমি এসে যাও দেখে যাও~
[M/F] আমি যে তোমার কে
কাছে এসে নাও যেনে নাও~
আমি যে তোমার কে~
কাছে এসে নাও যেনে নাও~
-===এ আর রিপন===-
-====সমাপ্ত====-