part 1 female 
part 2 male  
3 
2 
1 
0  
কিযে শুন্য শুন্য লাগে তুমি হীনা 
হৃদয় হারায় চেনা ঠিকানা 
আ...দুচোখ পরে নীল যে জলে 
পলক থাকে আনমনা 
একলা একা প্রজাপতি 
ভুলে যায় উড়ার কথা 
ডানায় তার, ভর করেছে 
বিসন্য এক নিরবতা 
একলা একা প্রজাপতি 
ভুলে যায় উড়ার কথা 
ডানায় তার, ভর করেছে 
বিসন্য এক নিরবতা 
বুকের ভিতর কিযে দহন 
মনটা ছুয়ে দেখনা 
থেমে যায় এই নিঃশ্বাসটা 
কাছে যখন তুমি থাকনা 
ও..কতো আছো জীবনজুড়ে 
সেততুমি জাননা.... 
পথহারা প্রজাপতি 
পাইনা খুঁজে সীমানা.... 
চমকে যাই নিজের মাঝে 
খুঁজেফিরি তোমার ছায়া 
বিভর থাকি অচিন ঘরে 
ছড়িয়েছ কি যে মায়ায় 
চমকে যাই নিজের মাঝে 
খুঁজেফিরি তোমারই ছায়া 
বিভর থাকি অচিন ঘরে 
ছড়িয়েছ কি যে মায়ায় 
কতটা আছ জীবন জুড়ে 
সেত তুমি জাননা 
কিযে শুন্য শুন্য লাগে তুমিহীনা 
হৃদয় হারায় চেনা ঠিকানা 
 search " BANGLADESH COMUNITY" 
in and join and get VIP app