গান: রব জানে 
শিল্পী: আরফিন রুমি 
মিউজিক আপলোড: AR.Rumi+Imu 
 গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন। 
ছেলে:] আমার দুই নয়নের মণি তুই৷ 
দামি হীরার খনি তুই। 
তোরে আমি, কইযে থুই তুই। 
আমার সব কিছুই। 
মেয়ে:] আমার দুই নয়নের মণি তুই৷ 
দামি হীরার খনি তুই। 
তোরে আমি কইযে থুই তুই। 
আমার সব কিছুই। 
ছেলে:] তোর সুখে হাসি তোর দুঃখে ভাসি। 
তোরে এতো ভালোবাসি। 
আলো আলো জমকালো দেখি সবখানে। 
তুই যে আমার কে ওই রব জানে। 
দুজনে:] আলো আলো জমকালো দেখি সবখানে--। 
তুই যে আমার কে ওই রব জানে। 
ছেলে:] রব জানে---, 
রব জানে। 
রব জানে----, 
রব জানে। 
 ༺?AR.Rumi+Imu?༻  
মেয়ে:] এই দুনিয়া, লাগে পর, 
তুই যদি যাস একটু দূর। 
তুই করেছিস যাদু মন্তর 
যাবো রে, অচিনপুর। 
ছেলে:] এই দুনিয়া, লাগে পর, 
তুই যদি যাস একটু দূর। 
তুই করেছিস যাদু মন্তর 
যাবো রে, অচিনপুর। 
মেয়ে:] যাবো পিছু পিছু শুধু তোর টানে। 
আলো আলো জমকালো দেখি সবখানে। 
তুই যে আমার কে ওই রব জানে। 
দুজনে:] আলো আলো জমকালো দেখি সবখানে--। 
তুই যে আমার কে ওই রব জানে। 
ছেলে:] রব জানে---। 
রব জানে। 
রব জানে---। 
রব জানে। 
রব জানে------। 
_______সমাপ্ত _______ 
~~~~মিউজিক কপি করা থেকে বিরত থাকুন! নিজের যোগ্যতায় মিউজিক তৈরি করে আপলোড করুন~~~~