menu-iconlogo
huatong
huatong
avatar

বলোনা কোথায় তুমি Bolona Kothay Tumi

Arfin Rumy_ Kheyahuatong
Danger-zonehuatong
Lyrics
Recordings
ছেলেঃ] বলোনা কোথায় তুমি,

এ বুকে আছো কোন পাশে?

বলোনা কোথায় তুমি,

আছো কি মিশে নিঃশ্বাসে---?

মনের ঘরে যতন করে.।

তোমায় রেখেছি, আপন করে।

দুজনেঃ] ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে,

এই কোন প্রেমে নিলে জড়িয়ে।

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে,

এই কোন প্রেমে নিলে জড়িয়ে।

মেয়েঃ] জোছনা নামাও তুমি, হৃদয় আঙিনায়

আমার পৃথিবী সাঁজাও, মধু পূর্ণিমায়।

ছেলেঃ] হো- রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে।

সারাদিন জড়িয়ে রাখো সুখেরই আবেশে,

মেয়েঃ] তুমি আছো বলে,

ফাগুন আসে ফুলে।

ছেলেঃ] মনের ঘরে যতন করে.।

তোমায় রেখেছি, আপন করে।

দুজনেঃ] ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে,

এই কোন প্রেমে নিলে জড়িয়ে।

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে,

এই কোন প্রেমে নিলে জড়িয়ে।

ছেলেঃ] মনের নাও টা তুমি দোলাও আনমনে

ছবি হয়ে থাকো তুমি, এ মনের গহীনে।

মেয়েঃ] হো- কখনো বা তুমি হৃদয়ে হারাও

কখনো তুমি এসে, সামনে দাড়াও

ছেলেঃ] হাতে হাত রেখে

ছুঁয়ে দেওনা আমাকে

মেয়েঃ] মনের ঘরে যতন করে

তোমায় রেখেছি আপন করে।

দুজনেঃ] ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে,

এ কোন প্রেমে নিলে জড়িয়ে।

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে,

এ কোন প্রেমে নিলে জড়িয়ে।

You May Like