menu-iconlogo
huatong
huatong
arif-pahar-nodi-cover-image

Pahar Nodi

Arifhuatong
lemonlollieshuatong
Lyrics
Recordings
পাহাড়, নদী, ঝরনাধারা

আকাশ-বাতাস, চন্দ্র-তারা

সবই আছে আগের মতন

আমি শুধু আজ তোমায় হারা

পাহাড়, নদী, ঝরনাধারা

আকাশ-বাতাস, চন্দ্র-তারা

সবই আছে আগের মতন

আমি শুধু আজ তোমায় হারা

ও বন্ধু, তুমি কেমন আছো?

পুরোনো কথা কি ভুলে গেছো?

ফেরারি মন মানে না কিছু

স্মৃতি শুধু করে তাড়া

বন্ধু, তুমি কেমন আছো?

পুরোনো কথা কি ভুলে গেছো?

ফেরারি মন মানে না কিছু

স্মৃতি শুধু করে তাড়া

ভুলে গেলে অতীত-কথা

জলে ভিজে যায় চোখের পাতা

কেড়ে নিলে সব অধিকার

দিলে আমায় শুধুই ব্যথা

ভুলে গেলে অতীত-কথা

জলে ভিজে যায় চোখের পাতা

কেড়ে নিলে সব অধিকার

দিলে আমায় শুধুই ব্যথা

পাহাড়, নদী, ঝরনাধারা

আকাশ-বাতাস, চন্দ্র-তারা

সবই আছে আগের মতন

আমি শুধু আজ তোমায় হারা

More From Arif

See alllogo

You May Like