menu-iconlogo
huatong
huatong
ark-emon-ekta-shomoy-chilo-cover-image

Emon Ekta Shomoy Chilo

ARKhuatong
ogeeeyhuatong
Lyrics
Recordings
এমন একটা সময় ছিলো

মায়াবী রাত নিঝুম ছিলো,

তখন আকাশে ছিলো তারা

চাঁদের আলোর ফোয়ারা।

তোমার হাতে এ হাত ছিলো

হৃদয়ে গুঞ্জন চলছিলো,

নীরবে এই মন নিয়েছিলে

কেন তা ফিরিয়ে দিলে ?

চাঁদ আছে আকাশে

নীরবতা বাতাসে,

সব কিছু আগের মত

শুধু তুমি নেই আমার সাথে।

তোমার, আমার

পথ আজ চলে গেছে দূরে, কোথাও

সীমাহীন অজানায়।

এমন একটা সময় ছিলো

মায়াবী রাত নিঝুম ছিলো,

তখন আকাশে ছিলো তারা

চাঁদের আলোর ফোয়ারা।

এমন একটা হৃদয় ছিলো

সুখগুলো বাস করছিলো,

সুনিপুন অভিনয় করে তুমি

কেন আজ হারিয়ে গেলে।

এই আমার পাশে তুমি ছিলে

মন ভরা ভালোবাসা নিয়ে,

তখন হৃদয়ে দিয়ে সাড়া

কেন তুমি অচেনা হলে।

চাঁদ আছে আকাশে

নীরবতা বাতাসে,

সব কিছু আগের মতো

শুধু তুমি নেই আমার সাথে।

তোমার, আমার

পথ আজ চলে গেছে দূরে, কোথাও

সীমাহীন অজানায়।

এমন একটা সময় ছিলো

মায়াবী রাত নিঝুম ছিলো,

তখন আকাশে ছিলো তারা

চাঁদের আলোর ফোয়ারা।

তোমার হাতে এ হাত ছিলো

হৃদয়ে গুঞ্জন চলছিলো,

নীরবে এই মন নিয়েছিলে

কেন তা ফিরিয়ে দিলে ?

More From ARK

See alllogo

You May Like