menu-iconlogo
huatong
huatong
avatar

কার বুকেতে হাসো kar bukete haso

Arman Alifhuatong
nmdlovedhuatong
Lyrics
Recordings
তুমি কার কথা মনে করে

কার বুকেতে হাসো

কার ছবি মনে এঁকে

কাকে ভালোবাসো

কাকে আজ ভীষণ করে

দেখতে ইচ্ছে হয়

কে তোমার জগৎ জুড়ে

আঁকড়ে ধরে রয়

কার কথা মনে করে

কার বুকেতে হাসো

কার ছবি মনে এঁকে

কাকে ভালোবাসো

কাকে আজ ভীষণ করে

দেখতে ইচ্ছে হয়

কে তোমার জগৎ জুড়ে

আঁকড়ে ধরে রয়

আজও কি মনে পরে সেই গিটার এর সুর

নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর

কেউ কি পারে আমার মতো

বাসতে ভালো খুব

বৃষ্টির দাগ গুনে গুনে কি

আজও থাকো নিশ্চুপ

আজও কি মনে পরে সেই গিটার এর সুর

নাকি নতুন সুরে মুগ্ধ তুমি হারাও বহুদূর

কেউ কি পারে আমার মতো

বাসতে ভালো খুব

বৃষ্টির দাগ গুনে গুনে কি

আজও থাকো নিশ্চুপ

কে তোমায় রাত্রি জুড়ে গল্প শোনায় আজ

কে বলে রাত পাহারায় চুপটি করে থাক

কে পারে আমার মতো তোমায় হাসাতে

কে পারে সুখের ঘোরে তোমায় ভাসাতে

কে তোমায় রাত্রি জুড়ে গল্প শোনায় আজ

কে বলে রাত পাহারায় চুপটি করে থাক

কে পারে আমার মতো তোমায় হাসাতে

কে পারে সুখের ঘোরে তোমায় ভাসাতে

জানো কি আজও আমার একলা লাগে খুব

আমার রাত্রি গুলো কেড়ে নিয়ে

হও তুমি কার ঘুম

সেই হারানো দিন গুলো কি

ফিরিয়ে দেবে আর

সাজিয়ে দেওয়া পুতুল আমার

কার তুমি কার

জানো কি আজও আমার একলা লাগে খুব

আমার রাত্রি গুলো কেড়ে নিয়ে

হও তুমি কার ঘুম

সেই হারানো দিন গুলো কি

ফিরিয়ে দেবে আর

সাজিয়ে দেওয়া পুতুল আমার

কার তুমি কার

কে ফোনের আড়াল থেকে বলে ভালোবাসি

কে বলে কালো ছেড়ে তোমার আলোয় ভাসি

কে দেয় আজ ক্যান্ডেল লাইটে চুল সরিয়ে তোর

কে বলে দেখলে তোরে লাগে কেমন ঘোর

কে ফোনের আড়াল থেকে বলে ভালোবাসি

কে বলে কালো ছেড়ে তোমার আলোয় ভাসি

কে দেয় আজ ক্যান্ডেল লাইটে চুল সরিয়ে তোর

কে বলে দেখলে তোরে লাগে কেমন ঘোর

ভাবো কি আজও থাকে কেউ দাঁড়িয়ে

ইচ্ছে হয় কি একটু কাঁদতে আমায় জড়িয়ে

খুঁজবে কি আর হারিয়ে গেলে অনেক দূরে কেউ

বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ

বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ

বাসবে না আর আমার মতো ভালো তোমায় কেউ

More From Arman Alif

See alllogo

You May Like

কার বুকেতে হাসো kar bukete haso by Arman Alif - Lyrics & Covers