menu-iconlogo
huatong
huatong
arman-alif-nesha-cover-image

নেশা। Nesha

Arman Alifhuatong
paolatorres80huatong
Lyrics
Recordings

তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা

তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা।

তোমার মতোই থাকলা

তুমি খবর নিলানা,

তোমার কাজল রঙে রাঙাও তুমি কার আঙিনা?

তোমার নেশায় পইরা আমি হইলাম দিওয়ানা

তোমার জন্য হারায় গেলো, আমার ঠিকানা।

তোমার মতোই থাকলা

তুমি খবর নিলানা,

তোমার কাজল রঙে রাঙাও

তুমি কার আঙিনা?

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায়, নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো,

খবর নিও না।

থাকতে হবে তোমায় ছাড়া, কথা ছিলো না

আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না

আমার লাল রঙা হৃৎপিন্ড

হইতেছে কালো,

কলিজাটা যাক পুড়ে

তবু তুমি থাকো ভালো

থাকতে হবে তোমায় ছাড়া, কথা ছিলো না

আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না

আমার লাল রঙা হৃৎপিন্ড

হইতেছে কালো,

কলিজাটা যাক পুড়ে

তবু তুমি থাকো ভালো

আজ আমার ভেতর জুড়েই

শুধু নেশার বসবাস,

নেশা হাসায়, নেশাই কাঁদায়,

নাই আমি আমার।

রোজ বিকালের মতো

তোমায় আর তো দেখিনা,

আমি আমার মতোই থাকবো ভালো,

খবর নিও না।

More From Arman Alif

See alllogo

You May Like