তোর ডাইরির পাতা জুড়ে কার নামে কবিতা
ডায়রির ভাজে ঐ যে দেখি কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস
তোর ডাইরির পাতা জুড়ে কার নামে কবিতা
ডায়রির ভাজে ঐ যে দেখি কার ছবিটা
দিনের শেষে তুইও দেখি খুব হাসিতেই মাতিস
যে তোর ওই হাসির কারণ তার খবর কি রাখিস
যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা
সেই খাঁচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না
যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইতি
সেই ছেলেটা একলা কাঁদে ফিরাও দেখলি না
উইড়া গেলি ভুলে গেলি ফিরা আইলি না
তোর মুখটা মায়ায় ভরা ভুলতে পারিনা
ভুলতে পারিনা রে বেইমান বলতে পারিনা
তোর মুখটা মায়ায় জালে ভুলতে পারিনা