menu-iconlogo
logo

Tomar Jonno

logo
avatar
Arnab Chakrabortylogo
🔥𝑹:𝗥𝗮𝗸𝗶𝗯🔝𝙎𝙏𝙉🔥🇮🇳🔛🇧🇩logo
Sing in App
Lyrics
তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল

তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

Instrumental (Ahsan_SaM)

Na......na...na na na.......na na....

তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ

তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুঝ

তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ

তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুঝ

তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল

তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

Instrumental (Ahsan_SaM)

তোমার জন্য রাতের মহাকাল হাজার তারা ঝিকমিক

দস্যু ছেলেটা পথ হারিয়ে হাটবে দ্বিকবিদ্বিক

তোমার জন্য রাতের মহাকাল হাজার তারা ঝিকমিক

দস্যু ছেলেটা পথ হারিয়ে হাটবে দ্বিকবিদ্বিক

তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল

তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল