menu-iconlogo
logo

Atma Songi(আত্মা সঙ্গী আমার আমি তোর সঙ্গিনী)-Badal♫RBF

logo
avatar
Asif Akbar/Lopa Hossainlogo
Badal♫🅁🄱🄵🦋logo
Sing in App
Lyrics
F:তোর চাহিদার, পাশাপাশি বাঁচবো বলে

কল্পনা নয়,তোর মাঝে ভাসবো বলে

আয়না এবার এক হয়ে আয়না দেখি

জীবনকে কাছে ডাকি সব দুঃখ ভুলে।

Badal-RBF

M:তোর চাহিদার পাশাপাশি বাঁচবো বলে

কল্পনা নয়,তোর মাঝে ভাসবো বলে

আয়না এবার, এক হয়ে আয়না দেখি

জীবনকে কাছে ডাকি সব দুঃখ ভুলে

F:আত্মা সঙ্গী আমার আমি তোর সঙ্গিনী

ভালোবাসার জালে হয়েছি বন্দীনী

M:আত্মা সঙ্গী আমি তুই আমার সঙ্গিনী

এভাবে প্রেম হবে কখনো বুঝিনি।

Badal-RBF

M:একাকী দিনগুলো সব তোর মাঝে গেলো হারিয়ে

রাতগুলো সব কাটছে ঘোর নেশায়

F:এ কেমন আলাপন লাগে সব আপন মন রাঙ্গিয়ে

পেয়েছি সবই তোর ভালোবাসায়

M:তোর কারণে, এ মনের গল্প খাতায়

লিখেছি কিছু কল্পকাহিনী

F:আত্মা সঙ্গী আমার আমি তোর সঙ্গিনী

ভালোবাসার জালে হয়েছি বন্দীনী

M:অ..আত্মা সঙ্গী আমি তুই আমার সঙ্গিনী

এভাবে প্রেম হবে কখনো বুঝিনি।

Badal-RBF

F:জানালে কি করে খুব গভীরে যা ছিটোবে

ইচ্ছেগুলো সব উড়ছে বেসামাল

M:তোর ছোঁয়া পেতে চায় মন ইশারায় অনুভবে

কাছে এলেই কি জড়ো হয়ে যায়

F:এক জীবনে প্রিয় কিছু প্রার্থনায়

তোকে ছাড়া আর কিছু ভাবিনি

F:তোর চাহিদার পাশাপাশি বাঁচবো বলে

কল্পনা নয়,তোর মাঝে ভাসবো বলে

M:আয়না এবার, এক হয়ে আয়না দেখি

জীবনকে কাছে ডাকি সব দুঃখ ভুলে

F:আত্মা সঙ্গী আমার আমি তোর সঙ্গিনী

ভালোবাসার জালে হয়েছি বন্দীনী

M:অ..আত্মা সঙ্গী আমি তুই আমার সঙ্গিনী

এভাবে প্রেম হবে কখনো বুঝিনি।

Thanks

Badal-RBF