menu-iconlogo
huatong
huatong
avatar

ভুলে ভুলে জীবনটা শেষ

Asif Akbarhuatong
abbacus6huatong
Lyrics
Recordings
ভূলে ভূলে জীবন টা শেষ

ভালবেসে ভুল করেছি

যতটা না কাঁদে মানুষ

তারও বেশি আমি কেঁদেছি

তোমারি হয়েছে বিজয়...

ধন্য তোমার অভিনয় ,

ও...তোমারি হয়েছে বিজয়

ধন্য তোমার অভিনয় অয়...

ভূলে ভূলে জীবন টা শেষ

ভালবেসে ভুল করেছি...

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

পাথর চাপা কষ্ট বুকে

কষ্টের কথা বলি কাকে

যার কারনে নিঃস্ব হলাম

সে তো আছে আজ সুঃখে

পাথর চাপা কষ্ট বুকে

কষ্টের কথা বলি কাকে

যার কারনে নিঃস্ব হলাম

সে তো আছে আজ সুঃখে

তোমারি হয়েছে বিজয়

ধন্য তোমার অভিনয়

ও... তোমারি হয়েছে বিজয়

ধন্য তোমার অভিনয় অয়...

ভূলে ভূলে জীবন টা শেষ

ভালবেসে ভুল করেছি...

প্লিজ!কেউ কপি করবেন না।

স্মুলের পরিবেশ সুন্দর রাখা

আপনার আমার একান্ত দ্বায়িত্ব।

এ কোন সুখের জন্য তুমি

আমায় ছেড়ে দূরে গেলে

প্রথম প্রেমের প্রথম চাওয়া

এক নিমিষেই ভেংগে দিলে

এ কোন সুখের জন্য তুমি

আমায় ছেড়ে দূরে গেলে

প্রথম প্রেমের প্রথম চাওয়া

এক নিমিষেই ভেংগে দিলে

তোমারি হয়েছে বিজয়

ধন্য তোমার অভিনয়,,

ও...তোমারি হয়েছে বিজয়

ধন্য তোমার অভিনয় অয়..

ভূলে ভূলে জীবন টা শেষ

ভালবেসে ভুল করেছি...

যতটা না কাঁদে মানুষ

তারও বেশি আমি কেঁদেছি

তোমারি হয়েছে বিজয়

ধন্য তোমার অভিনয় ,

ও... তোমারি হয়েছে বিজয়

ধন্য তোমার অভিনয় অয়...

ভূলে ভূলে জীবন টা শেষ

ভালবেসে ভুল করেছি...

আপনার শরিরে যদি মানুষের রক্ত

থেকে থাকে তাহলে কপি করবেন না

More From Asif Akbar

See alllogo

You May Like