menu-iconlogo
huatong
huatong
asif-akbar-nishthur-tumi-cover-image

nishthur tumi

Asif Akbarhuatong
nelliebuschhuatong
Lyrics
Recordings
নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

এই হৃদয় করেছো মরুভূমি, নিষ্ঠুর তুমি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

সব কিছু ভেঙ্গে দিলে, ছলনার অভিনয়ে

মরচে পড়া স্মৃতিগুলো

দিন দিন যায় ক্ষয়ে

সব কিছু ভেঙ্গে দিলে, ছলনার অভিনয়ে

মরচে পড়া স্মৃতিগুলো

দিন দিন যায় ক্ষয়ে

কিভাবে আছি বেঁচে, জানে ঐ অন্তর্যামী

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

কখনো ভাবিনি আমি, জীবনের হবে পরাজয়

ভালোবেসে পেলাম আমি,

তোমার মনের পরিচয়

কখনো ভাবিনি আমি,জীবনের হবে পরাজয়

ভালোবেসে পেলাম আমি

তোমার মনের পরিচয়

আমার জীবনে ছিলে তুমি,

পৃথিবীর সব চেয়ে দামি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

এই হৃদয় করেছো মরুভূমি, নিষ্ঠুর তুমি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

নিষ্ঠুর তুমি, বড়ই নিষ্ঠুর তুমি

More From Asif Akbar

See alllogo

You May Like