কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো
আমারে না খুন করিয়া কার বাসরে আছো
কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বউ সাজো
আমারে না খুন করিয়া কার বাসরে আছো
আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে
চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে
এদিক সেদিক আউলা মন বাউলা হয়ে ছোটে
চারিদিকে পাগল পাগল কলঙ্ক দেয় লোকে
কেমন করে অন্যের ঘরে অন্যেরই বাসরে
থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে
থাকবে তুমি পরের খাটে আমি নেশার ঘরে
সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা
বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া
সাক্ষী ছিলো আসমান জমিন ছিল চন্দ্র তারা
বলেছিলে বাচঁবে না হায় তুমি আমায় ছাড়া
আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
তবে কেনো তোমার সাথে হইল না মোর মিল
প্লিজ জয়েন্ট শেষে লাইক দিয়ে যাবেন
সবাইকে ধন্যবাদ