menu-iconlogo
huatong
huatong
aurthohin-anmone-2-cover-image

Anmone 2

Aurthohinhuatong
ONGKUR🌱huatong
Lyrics
Recordings
আবার ফিরে পাই পুরোনো স্মৃতি

নতুন গানে

স্মৃতির পাতাতে

দেখি তোমার ছবি

কেটে গেছে যে কত মুহূর্ত...

তোমায় ভেবে

ঝাপসা এই চোখে

তোমার ছবি যে... ভাসে

মেঘের ওই দেশে কি হারাও

আনমনে?

বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো

এখনও?

আবার খুঁজে যাই

তোমার সেই হাসি আনমনে

কত রাত নির্ঘুম কাটে

তোমায় ভেবে

আকাশে যখন মেঘের ঘনঘটা

তাকিয়ে থাকি আমি

হয়তো বৃষ্টি আজ

ছোঁবে তোমার শরীর....

মেঘের ওই দেশে কি হারাও

আনমনে?

বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো

এখনও?

মেঘের ওই দেশে কি হারাও

আনমনে?

বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো

এখনও?

মেঘের ওই দেশে কি হারাও

আনমনে?

বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো

এখনও?

মেঘের ওই দেশে কি হারাও

আনমনে?

বৃষ্টির ওই ছোঁয়াতে

কি আমায় খোঁজো?

More From Aurthohin

See alllogo

You May Like