menu-iconlogo
huatong
huatong
avatar

Cholo arekbar uri

AvoidRafahuatong
DREAMGIRL_star097huatong
Lyrics
Recordings
সকালের রোদে তুমি আমি হাঁটবো পথহারা

নিয়ম ভেঙ্গে তুমি আমি বলবো সব কথা

রংধনু বাতাসে তুমি আমি হাসবো সারাক্ষণ

আলোর মিছিলে তুমি আমি ভাসবো সারারাত

মুহূর্ত হাসবে যতোই আড়ালে থাকি তবুও

সুখের মলাটে গাইবো আনমনে তুমি আর আমি

চলো আরেকবার উড়ি

চলো আরেকবার ভাসি

চলো আরেকবার হারাই

তুমি আর আমি

চলো আরেকবার উড়ি

চলো আরেকবার ভাসি

চলো আরেকবার কাছে আসি

শুধু তুমি আর আমি

জোছনার রোদে তুমি আমি ভাসবো সারারাত

ঝড়ো বাতাসে তুমি আমি ভিজবো সারারাত

সুখ পোড়াবে অসুখ যতোই অভিমানে

সুখের বুনো স্রোতে গাইবো আনমনে

মুহূর্ত হাসবে যতোই আড়ালে থাকি তবুও

সুখের মলাটে গাইবো আনমনে তুমি আর আমি

চলো আরেকবার উড়ি

চলো আরেকবার ভাসি

চলো আরেকবার হারাই

তুমি আর আমি

চলো আরেকবার উড়ি

চলো আরেকবার ভাসি

চলো আরেকবার কাছে আসি

তুমি আর আমি,,,ই

চলো আরেকবার উড়ি

চলো আরেকবার ভাসি

চলো আরেকবার কাছে আসি

শুধু তুমি আর আমি

চলো আরেকবার উড়ি

চলো আরেকবার ভাসি

চলো আরেকবার হারাই

তুমি আর আমি,,

More From AvoidRafa

See alllogo

You May Like