Uploaded by
Rony_Mollik_GBM
তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখব,
আর ডাকবো ইশারায়।
তুই চাইলে বল, আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে,
আজ ভিজবো দুজনায়।
অভিমানী মন আমার,
চাই তোকে বারেবার,
অভিমানী মন আমার,
চাই তোকে বারেবার,
তাই বলি, আয়রে ছুটে আয়
তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখব,
আর ডাকবো ইশারায়।
তুই চাইলে বল, আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে,
আজ ভিজবো দুজনায়।
Green Bangla Music
তোর হৃদয় আঙিনায়, থাকতে আমি চাই
তুই ছাড়া বাঁচার, নেইরে উপায়।
কিভাবে ওরে, তোকে ছেড়ে
একাকী আমি, জীবন কাটাই।
অভিমানী মন আমার,
চাই তোকে বারেবার,
অভিমানী মন আমার,
চাই তোকে বারেবার,
তাই বলি, আয়রে ছুটে আয়
তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখব,
আর ডাকবো ইশারায়।
তুই চাইলে বল, আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে,
আজ ভিজবো দুজনায়।
Rony_Mollik_GBM
শুধু তোকে ঘিরে, শত স্বপ্নের ভিড়ে
এখন,আমার বসবাস।
তুমি এলে জীবনে, পাব বাঁচার মানে
পাব,সুখেরই আবাস।
অভিমানী মন আমার,
চাই তোকে বারেবার,
অভিমানী মন আমার,
চাই তোকে বারেবার,
তাই বলি, আয়রে ছুটে আয়
ওই উদাস পুরের বৃষ্টিতে,
আজ ভিজবো দুজনায়।
তোর মন পাড়ায়,থাকতে দে আমায়
আমি চুপটি করে দেখব,
আর ডাকবো ইশারায়।
তুই চাইলে বল, আমার সঙ্গে চল
ওই উদাস পুরের বৃষ্টিতে,
আজ ভিজবো দুজনায়।
🌹THANK YOU SO MUCH 🌹