menu-iconlogo
huatong
huatong
avatar

Madhobi [Limon Chowdhury] মাধবী LRB

Ayub Bachchu/LRBhuatong
╬⃟🎸L͟ɪM̶ᴏN͟╬⃟🦅𝗕⭕𝗣╬⃟⚡huatong
Lyrics
Recordings
আপলোডার "লিমন চৌধুরী"

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি

বাঁকা হাসি......

তার সব কিছুতেই বড় বেশী

বাড়াবাড়ি......

যে চায় সে পায় মাধবী মাধবী

নয় ফুল নয় লতা মাধবী মাধবী

সে........... নষ্ট নারী

আপলোডার "লিমন চৌধুরী"

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়

লাল নীল নানান রঙের গাড়িতে

দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়

সবার সাথে সবার সাথে

কখন কোথায় সে যে কার

সে নিজেও তা জানে না

সে শুধু জানে দেহের বিনিময়ে

খাদ্য চাই খাদ্য চাই

যে চায় সে পায় মাধবী মাধবী

নয় ফুল নয় লতা মাধবী মাধবী

সে নষ্ট নারী.........

আপলোডার "লিমন চৌধুরী"

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে

আইনের শেকল তার পেছনে চলে

ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার

মানুষের কাছে , মানুষের কাছে

নষ্ট নারী কেন তারে বলে

সে নিজেও তা জানে না

সে শুধু জানে দেহের বিনিময়ে

খাদ্য চাই খাদ্য চাই

যে চায় সে পায় মাধবী মাধবী

নয় ফুল নয় লতা মাধবী মাধবী

সে.......... নষ্ট নারী

আপলোডার "লিমন চৌধুরী"

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়

দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়

নষ্ট পুরুষ সব কাছে চলে আসে

তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে

মাধবী জানে না কেমন করে

বদলে গেছে সে নষ্ট নারীতে

সংসার শান্তি এসব কিছু আর

নিলো না মাধবীকে আপন করে

যে চায় সে পায় মাধবী, মাধবী

নয় ফুল নয় লতা মাধবী, মাধবী

সে....... নষ্ট নারী

আপলোডার "লিমন চৌধুরী"

সময়ের আগে তাকে চলে যেতে হয়

প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়

নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়

নতুন নষ্টা নারী পাবারই আশায়

মাধবীর মরনে কারো ব্যথা নেই

মরনের কষ্ট মাধবী জানে

মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে

চলে যায় কোন এক অজানায়

আজ বলি একসাথে মাধবী মাধবী

নয় ফুল নয় লতা মাধবী মাধবী

সে........... নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি

মাধবী.............

হো হো হো.............

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি

সে........... নষ্ট নারী

আপলোডার "লিমন চৌধুরী"

More From Ayub Bachchu/LRB

See alllogo

You May Like

Madhobi [Limon Chowdhury] মাধবী LRB by Ayub Bachchu/LRB - Lyrics & Covers