menu-iconlogo
huatong
huatong
ayub-bachchu-haste-dekho-cover-image

haste dekho

Ayub Bachchuhuatong
pfountainhuatong
Lyrics
Recordings

হাসতে দেখ গাইতে দেখ

অনেক কথায় মুখোর আমায় দেখ

দেখ না কেউ হাসির শেষে নীরবতা

হাসতে দেখ গাইতে দেখ

অনেক কথায় মুখোর আমায় দেখ

দেখ না কেউ হাসির শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে

বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে

আমার চোখের কোনে নোনা ছবি আকে

আমার গল্প শুনে হয় আলোকিত উত্সব

গল্প শেষে আমি আঁধারের মতো নীরব

নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম

বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে

আমার গানে একা নির্ঘুম অনেক প্রহর

আমায় ছেড়ে জোনাকি ছেড়ে বিরাট শহর

ডাকার কথা জাদের ডাকেনি কেউ কাছে

নিঃসঙ্গ এই আমি পুড়েছি মনের আঁচে

আমার মাঝে আমিই যেন শুধু লুকাই...

বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে

হাসতে দেখ গাইতে দেখ

অনেক কথায় মুখোর আমায় দেখ

দেখ না কেউ হাসির শেষে নীরবতা

হাসতে দেখ গাইতে দেখ

অনেক কথায় মুখোর আমায় দেখ

দেখ না কেউ হাসির শেষে নীরবতা

বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে

হাঁ

বোঝে না কেউ তো চিনলো না

বোঝে না আমার কি ব্যাথা

চেনার মত কেউ চিনলো না

এই আমাকে

More From Ayub Bachchu

See alllogo

You May Like