আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে
একা একা এলাম যখন
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে
একা একা এলাম যখন
দেখি কৃষ্ণচূড়ার গাছে
নাম দুটো আজও আছে
কৃষ্ণচূরার গাছে
নাম দুটো আজও আছে
লিখেছিলাম তুমি আর আমি,,
কিশোর কিশোরী ছিলোম যখন
ও.ও.ও.কিশোর কিশোরী ছিলাম যখন
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে
একা একা এলাম যখন
তুমি জলের বুকে পাথর ছুড়ে
বসে বসে ঢেউ গুনতে
আমার আসতে একটু দেরি হলে,
হাজার প্রশ্ন করতে
তুমি জলের বুকে পাথর ছুড়ে
বসে বসে ঢেউ গুনতে
আমার আসতে একটু দেরি হলে,
হাজার প্রশ্ন করতে
আজ সময়ের ব্যবধানে
জানি না যে কোনখানে
আজ সময়ের ব্যবধানে
জানি না যে কোনখানে
কোথায় কেমন আছো যে এখন
কোথায় কেমন আছো যে এখন
ও.ও.ও. কোথায় কেমন আছো যে এখন
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে
একা একা এলাম যখন
যখন সাজের বেলা ক্লান্ত হয়ে
পাখিরা ফিরতো নীরে
তখনো তুমি থাকতে পাশে
আমার হাতটি ধরে
যখন সাজের বেলা ক্লান্ত হয়ে
পাখিরা ফিরতো নীরে
তখনো তুমি থাকতে পাশে
আমার হাতটি ধরে
ছিলো যত প্রেমপ্রীতি
আজকে কেবলই সৃতি
ছিলো যত প্রেমপ্রীতি
আজকে কেবলই সৃতি
ভাবতে ব্যথায় কেঁদে উঠে মন
ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন
ও.ও.ও.ভাবতে ব্যথায় কেঁদে ওঠে মন
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে
একা একা এলাম যখন
আজ আঠারো বছর পরে
পুরনো দিঘির পাড়ে
একা একা এলাম যখন
দেখি কৃষ্ণচূরার গাছে
নাম দুটো আজও আছে
কৃষ্ণচূরার গাছে
নাম দুটো আজও আছে
লিখেছিলাম তুমি আর আমি,,
কিশোর কিশোরী ছিলোম যখন
ও.ও.ও.কিশোর কিশোরী ছিলাম যখন
কিশোর কিশোরী ছিলোম যখন