"তুমি আমার বাড়ি"
শিল্পীঃ বেবী নাজনিন
?♀️মেয়েঃ তুমি আমার বাড়ি,তুমি আমার ঘর
তুমি ছাড়া এই দুনিয়ায় সব কিছু পর
?♂️ছেলেঃ তুমি আমার বাড়ি,তুমি আমার ঘর
তুমি আমার বাড়ি,তুমি আমার ঘর
তুমি ছাড়া এই দুনিয়ায় সব কিছু পর
?♂️?♀️ছেলে+মেয়েঃ তুমি জান..আমার জান
তুমি জান..আমার জান
?♀️মেয়েঃ তোমার বুকের ভিতর আমি,আছি লুকিয়ে
যেথায় যাবে যেতে হবে, আমাকে নিয়ে
?♂️ছেলেঃ তোমার বুকের ভিতর আমি, আছি লুকিয়ে
যেথায় যাবে যেতে হবে, আমাকে নিয়ে
ছায়া হয়ে পাশে রব,সারা জীবন ভর
?♂️?♀️ছেলে+মেয়েঃ তুমি জান..আমার জান
তুমি জান..আমার জান
?♀️মেয়েঃ আ আ আ আ
আ আ আ আ
?♂️ছেলেঃ তোমার ভালোবাসার মালা, গলায় পড়েছি
তোমায় আমি প্রানের চেয়ে, আপন করেছি
?♀️মেয়েঃ তোমার ভালোবাসার মালা, গলায় পড়েছি
তোমায় আমি প্রানের চেয়ে, আপন করেছি
তুমি ছাড়া জীবন আমার, ধু ধু বালু চর
?♂️?♀️ছেলে+মেয়েঃ তুমি জান..আমার জান
তুমি জান..আমার জান
?? যবানিকা ??