এভাবে আরে ডেকোনা
বাঁকা চোখে চেয়ো না
হরন হয়ে যাবো
আমায় খুঁজে পাবে না
লুকোচুরি খেলো না
দিও না যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
ও ও ও হো...হো...হো
নারে না নারে না নানা
নারে না নারে না নানা
সাঁঝের আধার ঘনায়
তোমার শীতল মায়ায়
সোহাগের শিহরণে
মায়াডোরে বাঁধো না
লুকোচুরি খেলো না
দিও না যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
arrange shymoon
to get more song,search shymoonkhan
& check my songbook
দখিনা হাওয়া দোলে
এলোমেলো তোমার চুলে
বৃষ্টির অঝোর ধারায়
আমায় সিক্ত করো না
লুকোচুরি খেলো না
দিও না যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
এভাবে আরে ডেকোনা
বাঁকা চোখে চেয়ো না
হরন হয়ে যাবো
আমায় খুঁজে পাবে না
লুকোচুরি খেলো না
দিও না যাতনা
মান অভিমান ভুলে
আমায় কাছে ডাকো না
প্রেম যমুনার মাতাল ডিংগায়
আমায় পার করো না
ঘুরে ঘুরে দিশেহারা
হলাম আমি দিওয়ানা
নারে না নারে না নানা
নারে না নারে না নানা