menu-iconlogo
huatong
huatong
avatar

Se Keno amai- Pankaj Udash

Banakusumhuatong
LoveDropshuatong
Lyrics
Recordings
এতো কাছে ছিলো যে গো,

যে আমার এতটা আপন,

সে আমায় জানলো না

দেখলো না আমার এ মুখ,

চলে গেল শুধু রেখে গেল

স্বপ্ন যে রাশি রাশি এখনো,

তার ব্যথা ভাবি মোর ব্যথা

তার সুখে আমি হাসি এখনো,

সে কেন আমায় বুঝলোনা

আমি তাকে ভালবাসি এখনো

-----------------------------------

ভেঙ্গে গেল, যত আশা

ছিঁড়ে গেল সে বীণার তার,

স্মৃতি ছাড়া যে কোন সুর

এ জীবনে বাজবে না আর,

তবু আছি এই মনে মনে

দুজনে যে পাশাপাশী এখনো,

তার ব্যথা ভাবি মোর ব্যথা

তার সুখে আমি হাসি এখনো।

সে কেন আমায় বুঝলো না

আমি তাকে ভালবাসি এখনো,

সে কেন আমায় বুঝলো না

আমি তাকে ভালবাসি এখনো।

More From Banakusum

See alllogo

You May Like