বারো ভাতারি মাগি রে তুই
বারো ভাতারি মাগি
দুই বাতারেও মন ভরে না
কয় ভাতার তুই খাবি
বারো ভাতারি মাগি রে তুই
বারো ভাতারি মাগি
দুই বাতারেও মন ভরে না
কয় ভাতার তুই খাবি
মনটা যে তোর এতই খারাপ
সব কিছুই দেখাইলি
স্বভাব যে তোর খারাপ সব ধরা খাইলি
সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে
নেশা বলে তুই নাকি ব্যবসা একটা নারী
সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে
নেশা বলে তুই নাকি ব্যবসা একটা নারী
দুই ভাতার ছাইড়া প্রায় আরক ভাতার ধরছিলি
আমার কাছে ধরা খাইয়া ভালো হওয়া মাজলি ধরলি
দুই ভাতার ছাইড়া প্রায় আরক ভাতার ধরছিলি
আমার কাছে ধরা খাইয়া ভালো হওয়া মাজলি ধরলি
শেয়ে আমার জীবন নষ্ট কইরা
কতো নষ্ট ফুষ্টি কইরা
অন্য ভাতার ধরলি আবার লুপি চুপি চুপি
নেশা বলে তুই নাকি খারাপ এক রমণী রে
সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী
সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে
সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী
তোর শরীরটা দেখতে লাগে খাটো ভাইয়া ব্যাং
মেই শরীরটা নিয়া রে তুই করল এন স্যাং
তুই নিজেকে ভাবিস রে তুই কতোই মুন্দরী
আমলে তুই দেখতে একটা পাহাড়া বান্ধরী
ভাতার গুলা পাইছিলি তুই বড়ই সোজা বোকা
তাইতো এতো সহজে তুই দিলি তাদের ধোঁকা
ভাতার গুলা পাইছিলি তুই বড়ই সোজা বোকা
তাইতো এতো সহজে তুই দিলি তাদের ধোঁকা
তোর যৌবনের এতো খোদা
ভাতার দিতে পারে না মিটা
ভাতার থাকতেও লুকিয়ে অন্য ভাতার ধরলি
নেশা বলে তুই নাকি খারাপ এক রমণী রে
সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী
সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে
সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী
বারো ভাতারি মাগি রে তুই
বারো ভাতারি মাগি
দুই বাতারেও মন ভরে না
কয় ভাতার তুই খাবি
বারো ভাতারি মাগি রে তুই
বারো ভাতারি মাগি
দুই বাতারেও মন ভরে না
কয় ভাতার তুই চাবি
মনটা যে তোর এতই খারাপ
সব কিছুই দেখাইলি
স্বভাব যে তোর খারাপ সব ধরা খাইলি
সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে
সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী
সবাই বলে তুই নাকি খারাপ এক রমণী রে
সবাই বলে তুই নাকি ব্যবসা একটা নারী
নেশা বলে তুই নাকি খারাপ এক রমণী রে
সবাই বলে তুই নাকি
ব্যবসা একটা নারী