menu-iconlogo
huatong
huatong
Lyrics
Recordings
তুমি চাঁদের জোছনা নও

তুমি ফুলের উপমা নও

তুমি চাঁদের জোছনা নও

ফুলের উপমা নও

নও কোন পাহাড়ি ঝর্ণা

আয়না তুমি হৃদয়ের আয়না

তুমি সাগর নীলিমা নও

তুমি মেঘের বরষা নও

তুমি সাগর নীলিমা নও

মেঘের বরষা নও

তুমি শুধু আমারই গয়না

আয়না আমি হৃদয়ের আয়না।

কবির লেখা যত কবিতা

শিল্পীর আঁকা যত ছবি

তোমার তুমির কাছে

হার মেনে যায় যেন সবই।

সাঁঝের বেলা রাঙ্গানো ধুলি

বর্ষাকালের ভরা নদী

তোমার রূপের কাছে

হার মেনে যায় যেন সবই।

তুমি সাগর নীলিমা নও

তুমি মেঘের বরষা নও

তুমি সাগর নীলিমা নও

মেঘের বরষা নও

তুমি শুধু আমারই গয়না

আয়না আমি হৃদয়ের আয়না।

বাবুই পাখির সাজানো বাসা

ময়না পাখির কথাগুলো

তোমার গুণের কাছে

সবকিছু হার মেনে গেলো।

ভালবাসার রূপালী তারা

সূর্যের মাঝে যত আলো

তোমার প্রেমের কাছে

সবকিছু হার মেনে গেলো।

তুমি চাঁদের জোছনা নও

তুমি ফুলের উপমা নও

তুমি চাঁদের জোছনা নও

ফুলের উপমা নও

নও কোন পাহাড়ি ঝর্ণা

আয়না আমি হৃদয়ের আয়না।

More From Bangla Song/Raqibul Hasan RaNa/bangla new song

See alllogo

You May Like

Hridoyer Ayna by Bangla Song/Raqibul Hasan RaNa/bangla new song - Lyrics & Covers