menu-iconlogo
huatong
huatong
avatar

Rana’s Library – Sob Ridoye Prem Thake Na সব হৃদয়ে প্রেম থাকেনা

Bappahuatong
Rana🌲E_R_S🌲huatong
Lyrics
Recordings
সব হৃদয়ে প্রেম থাকেনা

Singer: Bappa

Arranged By Rana (rana.inf@gmail.com)

********

********

সব হৃদয়ে প্রেম থাকেনা

সব প্রেমের মিলন হয়না

সব মিলনের সুখ হয় না

সুখ হয় না

সব হৃদয়ে প্রেম থাকেনা

সব প্রেমের মিলন হয়না

সব মিলনের সুখ হয় না

সুখ হয় না

********

********

সব কথা কি গান হয়ে যায়

সব গান কি মন কাড়া যায়

সব কথা কি গান হয়ে যায়

সব গান কি মন কাড়া যায়

সব মনেতো ভালোবাসা হয় না

ভালোবাসা হয় না

সব হৃদয়ে প্রেম থাকেনা

সব প্রেমের মিলন হয়না

সব মিলনের সুখ হয় না

সুখ হয় না

********

********

সব ফুলে কি মালা গাঁথা যায়

সব মালা কি বাসর সাঁজায়

সব ফুলে কি মালা গাঁথা যায়

সব মালা কি বাসর সাঁজায়

সব বাসর এ ভালোবাসা হয় না

ভালোবাসা হয় না

সব হৃদয়ে প্রেম থাকেনা

সব প্রেমের মিলন হয়না

সব মিলনের সুখ হয় না

সুখ হয় না

সব হৃদয়ে প্রেম থাকেনা

সব প্রেমের মিলন হয়না

সব মিলনের সুখ হয় না

সুখ হয় না

==ধন্যবাদ==

More From Bappa

See alllogo

You May Like