menu-iconlogo
huatong
huatong
avatar

সোয়া চান পাখি shua chan pakhi

Bari Siddiquihuatong
ecosway1huatong
Lyrics
Recordings
সোয়া চান পাখি

শিল্পী বারী সিদ্দিকী

সোয়া চান পাখি আমার

সোয়া চান পাখি...

আমি ডাকিতাছি..তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি.. তুমি ঘুমাইছো নাকি

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি..

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি...

আজ কেনো হইলে নীরব...

মেলো দুটি আখিরে পাখি....

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

বুলবুলি আর তোতা ময়না,

কতো নামে ডাকি

তরে কত নামে ডাকি

শিকল কেটে চলে গেলে,...

কারে লইয়া থাকিরে পাখি..

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

বিঃ দ্রঃ গানে লাইক না দিতে পারলে

unlike দিবেন না গান আপলোড করা

খুবি কষ্টের বিষয়, আপনাদেরকে আমরা

আনন্দ দেওয়াই আমাদের কাম্য

তোমার আমার এই পিরিতি

চন্দ্র সূর্য্য সাক্ষী....

তোমার আমার এই পিরিতি

চন্দ্র সূর্য্য সাক্ষী....

হঠাত করে চলে গেলে...

বুঝলাম না চালাকিরে পাখি..

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

সোয়া চান পাখি আমার সোয়া চান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

ধন্যবাদ

More From Bari Siddiqui

See alllogo

You May Like