menu-iconlogo
huatong
huatong
bari-siddiqui-ghore-jala-baire-jala-cover-image

Ghore jala baire jala ঘরে জ্বালা বাহিরে

Bari Siddiquihuatong
prichihuatong
Lyrics
Recordings
........

........

আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

জ্বালা রাইতে দিনে...

একমাত্র তোর প্রেমের কারনে

হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

জ্বালা রাইতে দিনে

একমাত্র তোর প্রেমের কারনে

........

........

আমি......

আশায় আশায় বাঁধলাম বাসা

দুখের ব্রা দিয়া

দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া

আমি আশায় আশায় বাঁধলাম বাসা

দুখের ব্রা দিয়া

দিনে দিনে গনার দিন আমার যাইতাছে ফুরাইয়া

বনের পাখি কান্দেরে বনে

বনের পাখি কান্দেরে বনে

আমারি কান্দনে ...

একমাত্র তোর প্রেমের কারনে

হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

জ্বালা রাইতে দিনে

একমাত্র তোর প্রেমের কারনে

হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

........

........

আমার...

অন্তরে বিরহের অনল

জ্বলে রইয়া রইয়া

আমায় ছেরে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া

আমার অন্তরে বিরহের অনল

জ্বলে রইয়া রইয়া

আমায় ছেরে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া

আমি নিত্য নিত্য সাজাই রে বাসর

নিত্য নিত্য সাজাই রে বাসর

গোপনে গোপনে

একমাত্র তোর প্রেমের কারনে

আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

ঘরেও জ্বালা বাইরেও জ্বালারে

জ্বালা রাইতে দিনে

একমাত্র তোর প্রেমের কারনে

হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

হায়রে একমাত্র তোর প্রেমের কারনে

More From Bari Siddiqui

See alllogo

You May Like