menu-iconlogo
huatong
huatong
avatar

আমাকে পোড়াতে যদি এত Amake Porate Jodi

Bashir Ahmedhuatong
dolenajoe1huatong
Lyrics
Recordings
আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমি তো পুড়ে পুড়ে, অঙ্গার হয়েছি

দিয়েছো আঘাত যতো,

সবই তার সয়েছি

নিঠুর ওগো তবুও,

তোমাকে লেগেছে ভালো

তোমাকে বেসেছি ভালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

Music

এ হৃদয় ধুপসম, তোমারি জ্বালায়

যাক যদি জ্বলে পুড়ে, ছাই হয়ে যায়..

কিছু তার সুরভী, কিছু তার বেদনা

পড়বে তোমার মনে,

যেখানেই থাকো না..

সে দিনের সে স্মৃতি,

জানি গো তোমার মনে

জ্বালবে না আলো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

জ্বালো আগুন আরো জ্বালো

ঢালো আরো ব্যথা ঢালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো

আমাকে পোড়াতে যদি

এতো লাগে ভালো।

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

More From Bashir Ahmed

See alllogo

You May Like