menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-je-shohore-ami-nei-bay-of-bengal-uploaded-by-rajib-marssos-cover-image

Je Shohore Ami Nei-Bay of Bengal uploaded by Rajib_Mars@SOS

Bay of Bengalhuatong
⚔️ʀᴀᴊɪʙ_ᴍᴀʀs⚔️huatong
Lyrics
Recordings
এখানে নেই কোন উৎসব

আনন্দের অশ্রুধারা

নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা ।

Music

এখানে নেই কোন উৎসব

আনন্দের অশ্রুধারা

নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা ।

তবুও আমার দুটি চোখ

অচিন কোন মায়াময়

নির্বাক এক পাখির ডানায়

অস্থির চেয়ে রয় ।

Music

এখানে নেই কোন উৎসব

আনন্দের অশ্রুধারা

নেই কোন পাখির কলরব

ফুলেরাও আজ সুবাস হারা ।

তবুও আমার দুটি চোখ

অচিন কোন মায়াময়

নির্বাক এক পাখির ডানায়

অস্থির চেয়ে রয় ।

আমি জানি এই শহরে আর ফিরবেনা

নতুন কোন ভালোবাসার আলো

রাতের রাজপথ কষ্ট

আর বেদনার নীলে

হবে আরও অধিক কালো

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবোনা সেই শহরে

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবোনা সেই শহরে ।

Music

হয়ত কোনদিন

ভোরের আলো এসে

পড়বে তোমার কার্নিশে

খোঁজবে তুমিও

হঠাৎ হারিয়ে যাওয়া

পুরনো সেই মানুষটিকে ।

আমি জানি এই শহরে আর ফিরবেনা

নতুন কোন ভালোবাসার আলো

রাতের রাজপথ কষ্ট

আর বেদনার নীলে

হবে আর অধিক কালো

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবোনা সেই শহরে ।

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবোনা সেই শহরে ।

Music

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবোনা সেই শহরে ।

তবুও আমি আর ফিরবো না

তোমাদের মাঝে

যে শহরে আমি নেই

আমি থাকবোনা।

More From Bay of Bengal

See alllogo

You May Like