বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে
বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে
বেদের মেয়ে জোসনা তোমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে
বেদের মেয়ে জোসনা তোমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে
তুমি জোসনা হেথা দিয়েছিলে কথা
তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা
আমি যখন রানতে বসি বন্ধু বাজায় বাঁশি
রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি
বল তুমি এখানেতে আসতে কতক্ষণ
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন
বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে
বেদের মেয়ে জোসনা তোমায় কথা দিয়েছে
আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে