menu-iconlogo
huatong
huatong
avatar

Meghera Akashe Veshe Beray

bengali songhuatong
🦋͜͢͡𝄟⃝MUKUL≛⃝মনপুরাhuatong
Lyrics
Recordings
মেঘেরা আকাশে ভেসে যায়

সাগরের ঢেউ দূরে ছুটে যায়

দখিনা বাতাসে মন পুরছে

তোমারি সৃতি মনে পড়ছে..এ..এ

মেঘেরা আকাশে ভেসে যায়

সাগরের ঢেউ দূরে ছুটে যায়

দখিনা বাতাসে মন পুরছে

তোমারি সৃতি মনে পড়ছে..এ..এ

মেঘেরা আকাশে ভেসে যায়

অহু----- হু-------?

MUKUL(মনপুরা) ফ্যামেলি

-------wiat--------

----ধন্যবাদ Jewel STV ---

ফাগুনের এই ক্ষন,লাগেনা ভাল

কালো মেঘে ডেকে যায় দিনেরই আলো

-----MUKUL(মনপুরা)----

ফাগুনের এই ক্ষন লাগেনা ভাল

কালো মেঘে ডেকে যায় দিনেরই আলো

শ্রাবনের জলে চোখ ভাসছে

তোমারি সৃতি মনে পড়ছে..এ..এ

মেঘেরা আকাশে ভেসে যায়

সাগরের ঢেউ দূরে ছুটে যায়

দখিনা বাতাসে মন পুরছে

তোমারি সৃতি মনে পড়ছে..এ..এ

মেঘেরা আকাশে ভেসে যায়

অহু------হু--------?

MUKUL(মনপুরা) ফ্যামেলি

-------wait--------

বিরহের সৃতি নিয়ে,চলেছি একা

পাইনি খুঁজে আজও পথেরই দেখা

------MUKUL(মনপুরা)-----

বিরহের সৃতি নিয়ে,চলেছি একা

পাইনি খুঁজে আজও,পথেরই দেখা

মন শুধু তোমাকেই ভাবছে

তোমার সৃতি মনে পড়ছে..এ..এ

মেঘেরা আকাশে ভেসে যায়

সাগরের ঢেউ দূরে ছুটে যায়

দখিনা বাতাসে মন পুরছে

তোমারি সৃতি মনে পড়ছে..এ..এ

মেঘেরা আকাশে ভেসে যায়..লা..লা

-------ধন্যবাদ সবাইকে..........

More From bengali song

See alllogo

You May Like