menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসার BGF

BGFhuatong
࿇Sojon?𝄞🅱️🅶u200cu200c🇫u200c🇧🇩huatong
Lyrics
Recordings
MDIbrahim_Sojon꧁BGF꧂

(Room_ID-)--(885398)

****বাংলার গান BGF****

ভালোবাসার BGF?

লিখেছেন~এস~আই~মুকুল?

কে ভাই,আমাকে শুনছেন?

এখানে নাকি, বাংলার গান ফ্যামিলি খুলছেন।

হেথায় আমি চাই যে যেতে,

দেখাবেন কি মোরে পথ,

সুরের ভুবনে ৫১ বর্তি পরিবার?

তবো হৃদয় পানে সহেনা দেরি,

দেখিবার বড়ো শখ্।

কর্নকুহুরে বাজে বারেবারে

হেথায় আছে নাকি অপি নাজিম,কো-ক্যাপটেন শাহিন

আরো খাইরুল মুকি কুইন,ফাউন্ডেশন কার?

সানবিন খান?সেতো আছে হৃদয়ে সবার।

ভালোবাসার আরেক নাম,শুনেছি

তিশা উর্মি আপু,গানের ভুবনে

সাগর আরিফ সুজন মাতিয়ে রেখেছে রুমি।

আরো মাতাতে গ্রামিন ব্যাংক থেকে,

এসেছে নুরসালাম খান,

সানবিন অপি তিশা কুইন,BGF এর প্রান।

আরো আছে ইব্রাহিম সুজন আয়শা শিপন ভাই,

প্রিয়ো বোন ফারজানা জান্নাত সেবা দি যে হেথায়।

বড়ো ভাই নাকি মাসুদ তাদের, রসে ভরা তার সরল মন

,শাহিন প্রিয়া ফারজানা খোকন,গানের মাঝে ডুবে থাকে সারাক্ষণ।

নাঈম তাসফিয়া শ্রুতি অনয় সোহাগ রহমান সহ,

আছে নাম না জানা আরো অনেকে।

আমি এস আই মুকুল, উৎসর্গ করলা কবিতাটি, বাংলার গান BGF পরিবারকে।?

More From BGF

See alllogo

You May Like