কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না কাল সারা না পাই যে দরশন
লদীর ধারে চাষে বঁধু মিছাই কর আশ
ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস
লদীর ধারে চাষে বঁধু মিছাই কর আস
ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস
চিংড়ি মাছের ভিতর করা তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি
চিংড়ি মাছের ভিতর করা তায় ঢালেছি ঘি
নিজের হাতে ভাগ ছাড়েছি ভাবলে হবে কি
চালুর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়
মেদিনীপুরের আয়না চিরুন
বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা
মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা
পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার
দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার
কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন
কোঁড় ফুলেতে রাধা ।
কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা
কোঁড় ফুলেতে কেষ্ট আছেন
কোঁড় ফুলেতে রাধা ।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ সারা না কাল সারা না পাই যে দরসন ।
লদীর ধারে চাষে বঁধু মিছাই কর আশ
ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস
ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস
ঝিরিঝিরি বাঁকা লদি বইছে বারমাস