menu-iconlogo
huatong
huatong
avatar

Nodi Bhora Dheu

Bhoomi Trivedi/Lakshman Hilmihuatong
rockey274huatong
Lyrics
Recordings
আ...... আ...... আ......

বাইতে জানো না কেন ধরো হাল

মন মাঝি টা তোর হল রে মাতাল

বাইতে জানো না কেন ধরো হাল

মন মাঝি টা তোর হল রে মাতাল

বুঝিয়ে বলো তারে যেতে হবে ও পারে

বুঝিয়ে বলো তারে যেতে হবে ও পারে

অবেলার বেলা প্রাণে চাও চাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন তরী নিজে বাও বাও বাও রে

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

কেন তরী নিজে বাও বাও বাও রে

নদী ভরা ঢেউ

More From Bhoomi Trivedi/Lakshman Hilmi

See alllogo

You May Like