menu-iconlogo
huatong
huatong
avatar

মানুষ মানুষের জন্যে

Bhupen Hazarikahuatong
peanuttier1999huatong
Lyrics
Recordings
মানুষ মানুষের জন্যে

জীবন জীবনের জন্যে

একটু সহানুভূতি কি

মানুষ পেতে পারে না ও বন্ধু

মানুষ মানুষের জন্যে

জীবন জীবনের জন্যে

একটু সহানুভূতি কি

মানুষ পেতে পারে না ও বন্ধু

মানুষ মানুষের জন্যে

মানুষ মানুষকে পণ্য করে

মানুষ মানুষকে জীবিকা করে

মানুষ মানুষকে পণ্য করে

মানুষ মানুষকে জীবিকা করে

পুরনো ইতিহাস ফিরে এলে

লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু

মানুষ মানুষের জন্যে

জীবন জীবনের জন্যে

একটু সহানুভূতি কি

মানুষ পেতে পারে না ও বন্ধু

মানুষ মানুষের জন্যে

Super Singer Group

বলো কি তোমার ক্ষতি

জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে

দূর্বল মানুষ যদি

বলো কি তোমার ক্ষতি

জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে

দূর্বল মানুষ যদি

মানুষ যদি সে না হয় মানুষ

দানব কখনো হয় না মানুষ

মানুষ যদি সে না হয় মানুষ

দানব কখনো হয় না মানুষ

যদি দানব কখনো বা হয় মানুষ

লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু

মানুষ মানুষের জন্যে

জীবন জীবনের জন্যে

একটু সহানুভূতি কি

মানুষ পেতে পারে না ও বন্ধু

মানুষ মানুষের জন্যে

সমাপ্ত

More From Bhupen Hazarika

See alllogo

You May Like