menu-iconlogo
logo

Dure Kothay Dure

logo
Lyrics
দূরে কোথায় দূরে দূরে

দূরে কোথায় দূরে দূরে

আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে

দূরে কোথায় দূরে দূরে

যে বাঁশিতে বাতাস কাঁদে

সেই বাঁশিটির সুরে সুরে

দূরে কোথায় দূরে দূরে

যে পথ সকল দেশ পারায়ে

উদাস হয়ে যায় হারায়ে

যে পথ সকল দেশ পারায়ে

উদাস হয়ে যায় হারায়ে

সে পথ বেয়ে কাঙাল পরান

যেতে চায় কোন অচিনপুরে

দূরে কোথায় দূরে দূরে

আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে

দূরে কোথায় দূরে দূরে