কিছুই তো হল না সেই সব, সেই সব সেই হাহাকাররব সেই অশ্রুবারিধারা হৃদয়বেদনা কিছুই তো হল না কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই কিছুই না পাইলাম যাহা কিছু চাই কিছুই তো হল না ভালো তো গো বাসিলাম ভালোবাসা পাইলাম ভালো তো গো বাসিলাম ভালোবাসা পাইলাম এখনো তো ভালোবাসি তবুও কী নাই কিছুই তো হলো না সেই সব, সেই সব সেই হাহাকাররব সেই অশ্রুবারিধারা হৃদয়বেদনা কিছুই তো হল না
Kichhui To Holo Na by Bikram Singh - Lyrics & Covers