menu-iconlogo
huatong
huatong
avatar

Tui Amare Korli Pagol তুই আমারে করলি পাগল

Bindu Konahuatong
havijhavijhuatong
Lyrics
Recordings

ওরে তুই আমারে করলি পাগল

তুই আমারে করলি পাগল

আমার সকল নিয়ারে,হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

আরে ও, ও আমার দরদি

হায়রে পাগল,ল বানাইলিরে আমারে

হায়রে আরশিতে যার রুপ ধরেনা

আরশি যায় ফাটিয়া..

হায়রে আরশিতে যার রুপ ধরেনা

আরশি যায় ফাটিয়া..

আমি কেমনে রাখিব ঘরে

আমি কেমনে রাখিব ঘরে

তোমায় পাশো রিয়ারে হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

হায়রে বহুদিন হয় আছোরে বন্ধু

আমারে ছাড়িয়া...

হায়রে বহুদিন হয় আছোরে বন্ধু

আমারে ছাড়িয়া...

আমি মনেরে বুঝাইয়া রাখি..

মনেরে বুঝাইয়া রাখি

মানেনা মোর হিয়ারে, হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

হায়রে তুই যদি হইতি আমার

আমি যে হইতাম তোর বন্ধুরে

হায়রে তুই যদি হইতি আমার

আমি যে হইতাম তোর বন্ধুরে

ভেবে রজব এ কয় তোমায় পেলে

রজব এ কয় তোমায় পেলে

করিতাম আদরও রে হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

আরেও,ও আমার দরদি হায়রে

পাগল,ল বানাইলিরে আমারে

More From Bindu Kona

See alllogo

You May Like