menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Bondhu Kala Pakhi

Chanchal Chowdhuryhuatong
➴͜✍MD.AWAL➪𝑩𝑫♕︎𝑲𝑺huatong
Lyrics
Recordings
তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

সাদা সাদা কালা কালা

রং জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা

রং জমেছে সাদা কালা।

হইছি আমি মন পাগলা

বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি।

পিরিত ভালা গলার মালা

বললে কি আর হয়,

যারে ভালো লাগে আমার

দেখলে তারে চোখে নেশা হয়

রে বন্ধু চোখে নেশা হয়।

পিরিত ভালা গলার মালা

বললে কি আর হয়,

যারে ভালো লাগে আমার

দেখলে তারে চোখে নেশা হয়

রে বন্ধু চোখে নেশা হয়।

সাদা সাদা কালা কালা

রঙ জমেছে সাদা কালা,

সাদা সাদা কালা কালা

রঙ জমেছে সাদা কালা।

হইছি আমি মন পাগলা

বসন্ত কালে ..

তুমি বন্ধু কালা পাখি

আমি যেন কি ?

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি ..

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি,

বসন্ত কালে তোমায়

বলতে পারিনি ..

More From Chanchal Chowdhury

See alllogo

You May Like

Tumi Bondhu Kala Pakhi by Chanchal Chowdhury - Lyrics & Covers