menu-iconlogo
huatong
huatong
avatar

Bhalobasha Jaari Acchey

Debayan/Anirbanhuatong
62194321932huatong
Lyrics
Recordings
ও ও ও...

ওই চাঁদ, এগিয়ে এসেছে কাছে

চুপিসারে ভালোবাসা জারি আছে

ও চুপিসারে ভালোবাসা জারি আছে

হুমম হুমম হুমম...

ভালোবেসে আবদারে জোছনাতে

মিশে যেতে চাই

শেষ ঘুমে করতলে তোর হাসি

মেখে নিতে চাই

ভালোবেসে আবদারে জোছনাতে

মিশে যেতে চাই

শেষ ঘুমে করতলে তোর হাসি

মেখে নিতে চাই

নাবিক হয়ে চল, আমায় নে সাথে

নাবিক হয়ে চল, আমায় নে সাথে

সাগর টালমাটাল এই মায়াবী রাতে

সেই রাত, এগিয়ে এসেছে কাছে

চুপিসারে ভালোবাসা জারি আছে

ও চুপিসারে ভালোবাসা জারি আছে

More From Debayan/Anirban

See alllogo

You May Like