menu-iconlogo
huatong
huatong
dev2052-ko-fota-chokher-jol-cover-image

Ko Fota Chokher Jol

Dev2052huatong
debasish291huatong
Lyrics
Recordings
ক’ফোঁটা চোখের জল ফেলেছ

যে তুমি ভালবাসবে?

ক’ফোঁটা চোখের জল ফেলেছ

যে তুমি ভালবাসবে?

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কী করে এখানে তুমি আসবে।

ক’ফোঁটা চোখের জল ফেলেছ

যে তুমি ভালবাসবে?

ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।

ক’টা রাত কাটিয়েছ জেগে স্বপ্নের মিথ্যে আবেগ।

কী এমন দুঃখকে সয়েছ যে তুমি এত সহজেই হাসবে

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কী করে এখানে তুমি আসবে।

ক’ফোঁটা চোখের জল ফেলেছ

যে তুমি ভালবাসবে?

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার

শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।

হাজার কাজের ভীড়ে সময় তো হয়নি তোমার

শোননি তো কান পেতে অস্ফুট কোন কথা তার।

আজ কেন হাহাকার কর, সে কথায় ইতিহাস গড়

কী সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে!

পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে

কী করে এখানে তুমি আসবে।

ক’ফোঁটা চোখের জল ফেলেছ

যে তুমি ভালবাসবে?

More From Dev2052

See alllogo

You May Like