দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিন গুলো
মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি
ফিরে পেতে চাই
দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিন গুলো
মনে পড়ে যায়
আসুন সবাই মিলে মিসে গান করি
স্মুলের পরিবেশ সুন্দর রাখি
কেটেছে দিনি দ্র রাত
একা একা আ আ
বেদনার বালুচরে, মেলেছি পাখা
কেটেছে দিনি দ্র রাত
একা একা আ আ
বেদনার বালুচরে, মেলেছি পাখা
তুমি হীনা এ ভুবনে, কিছু চাই না..
এ মনের গভীরেতে, ব্যথা দিও না আ আ
দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিন গুলো
মনে পড়ে যায়
আসুন সবাই মিলে মিসে গান করি
স্মুলের পরিবেশ সুন্দর রাখি
কত পার বণ আসে যায়,
তুমি এলে এ এ না
মনো দ্বীপ নিভে গেছে,
আর জ্বলে না..
কত পারবণ আসে যায়,
তুমি এলে এ এ না
মনো দ্বীপ নিভে গেছে,
আর জ্বলে না..
তুমি হারা এজীবন
ভালো লাগে না..
এ মনের বন্দরে
ফিরে এসো না আ আ
দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিন গুলো
মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া
আর কিছু নাই
হারিয়ে যাওয়া স্মৃতি
ফিরে পেতে চাই
দৃষ্টি প্রদীপ জ্বেলে
খুঁজেছি তোমায়
ফেলে আসা দিন গুলো
মনে পড়ে যায়
ধন্যবাদ