menu-iconlogo
huatong
huatong
avatar

Mon Ki Je Chay

Different Touchhuatong
sidelephanthuatong
Lyrics
Recordings
মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

মন সে'তো বাধা পড়ে না

কি জানি কেন জানি না..

মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

মন সে'তো বাধা পড়ে না

কি জানি কেন জানি না..

কাছে এসে পাশে বসে কথা বলে যে

এ মন বলে সে আমায় ভালোবেসেছে

-------------

কাছে এসে পাশে বসে কথা বলে যে

এ মন বলে সে আমায় ভালোবেসেছে

চোখে চোখে চোখ রেখে কথা বলেছি

বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি

কি করে যায় সে বলা

আমি আজও শিখিনি..

-------------

মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

মন সে'তো বাধা পড়ে না

কি জানি কেন জানি না..

প্রেম ভরা মন নিয়ে চলেছি একা

ভাবি শুধু কবে পাব তারি দেখা

-------------

প্রেম ভরা মন নিয়ে চলেছি একা

ভাবি শুধু কবে পাব তারি দেখা

কথাই আছে জীবনে প্রেম আসে একবার

আমার জীবনে সে আসবে কবে আর

জীবনে প্রেম হবে কিনা আমি তাও জানি না

-------------

মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

মন সে'তো বাধা পড়ে না

কি জানি কেন জানি না..

মন কি যে চায় বলো

যারে দেখি লাগে ভালো

মন সে'তো বাধা পড়ে না

কি জানি কেন জানি না..

Arranged By Shydur Rahman

More From Different Touch

See alllogo

You May Like