দয়াল তোর লাইগা রে
ফয়েজী তোর লাইগা রে ,
আমার অঙ্গ জড়জড় ,
মনে লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
ফয়েজী তোর লাইগা রে
ওও মুর্শিদ ওওওও ওওওও
খেয়া ঘাটের কাছে গেলাম
পাড় হইবার আসে এ
খেয়া ঘাটের কাছে গেলাম
পাড় হইবার আসে
আমারে দেখিয়া রে খেয়া
দূরে দূরে ভাসে গো দয়াল
আমারে দেখিয়া রে খেয়া দূরে দূরে ভাসে গো
ফয়েজী তোর লাইগা রে ,
আমার অঙ্গ জড়জড় ,
মনে লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
বা জান তোর লাইগা রে
ওও মুর্শিদ ওওওও ওওওও
গহীনও জঙ্গলার মাঝে
বাধিলাম এ ঘর
গহীনও জঙ্গলার মাঝে বাধিলাম এ ঘর
ভাইও নাইরে বান্ধব নাইরে
কে লইবে খবর ফয়েজী
ভাইও নাইরে বান্ধব নাইরে কে লইবে খবর
ফয়েজী শাহ তোর লাইগা রে
ফয়েজী শাহ তোর লাইগা রে
আমার অঙ্গ জড়জড় ,
মনে লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
বা জান তোর লাইগা রে
ওও মুর্শিদ ওওওও ওওওও
বট বৃক্ষের নিচে গেলাম
ছায়া পাইবার আশে এ
বট বৃক্ষের নিচে গেলাম
ছায়া পাইবার আশে ,
ডাল ভাঙ্গিয়া রৌদ্র নামে
আপন কর্ম দোষে
ফয়েজী শাহ ডাল ভাঙ্গিয়া রৌদ্র নামে
আপন কর্ম দোষে ফয়েজী শাহ
তোর লাইগা রে
আমার অঙ্গ জড়জড় ,
মনে লয় উড়িয়া যাইতাম
ছাইড়া বাড়ি ঘর
বা জান তোর লাইগা রে
সমাপ্ত