menu-iconlogo
huatong
huatong
eemce-mihad-tuhin-fire-ay-na-cover-image

FIRE AY NA | ফিরে আয় না

Eemce Mihad | Tuhinhuatong
misticone64huatong
Lyrics
Recordings
সে সব বোঝে

তবু দেখে না

লুকিয়ে থাকে আড়ালে,

তারে দেখেও

চেনা যায় না

ধূসর স্বপ্নে সে এলে।

সে সব বোঝে

তবু দেখে না

লুকিয়ে থাকে আড়ালে,

তারে দেখেও

চেনা যায় না

ধূসর স্বপ্নে সে এলে।

আমি অবেলায়

খুঁজে বেড়াই

তবুও দেখা পাই না,

আমি অবেলায়

খুঁজে বেড়াই

তবুও দেখা পাই না।

ফিরে আয় না,

ফিরে আয় না

তুই ছাড়া

ভাল থাকা যায় না,

তোর বায়না,

সব বায়না

সব ভুলে ফিরে

চলে আয় না।।

আমি যত চাই

ভুলতে তারে

তবুও ভোলা যায় না,

এখন তো আর

কোনো ভোরবেলায়

কেউ এসে দেখা দেয় না।

আমি যত চাই

ভুলতে তারে

তবুও ভোলা যায় না,

এখন তো আর

কোনো ভোরবেলায়

কেউ এসে দেখা দেয় না।

আমি অবেলায়

খুঁজে বেড়াই

তবুও দেখা পাই না,

আমি অবেলায়

খুঁজে বেড়াই

তবুও দেখা পাই না।

ফিরে আয় না,

ফিরে আয় না

তুই ছাড়া

ভাল থাকা যায় না,

তোর বায়না,

সব বায়না

সব ভুলে ফিরে

চলে আয় না।।

ফিরে আয় না,

ফিরে আয় না

তুই ছাড়া

ভাল থাকা যায় না,

তোর বায়না,

সব বায়না

সব ভুলে ফিরে

চলে আয় না।।

More From Eemce Mihad | Tuhin

See alllogo

You May Like