ছেলে:শোন বলি তোমায়
না বলা কথাগুলো আজ বলে দিতে চাই
মেয়ে:বল কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ছেলে:ভালবাসি আমি যে তোমায়
একথাটাই ছিল শুধু বলার
মেয়ে:ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়
মেয়ে:আকাশের ঐ নীল ঠিকানায়
মেঘেরা সদা ডানা ছড়ায়
ওদেরই সেই ভালোবাসা
এ মনে আজ পেয়েছে ঠাই
ছেলে:জড়াবো.. আদরে তোমাকে অনুভবে
আকাশের চেয়ে বেশী তোমাকে ভালবাসি
ভালবাসি আমি যে তোমায়
একথাটাই ছিল শুধু বলার
মেয়ে:ভালবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিয়ে হয়
মেয়ে:সাত সাগর আর তের নদী
পার হয়ে তুমি আসতে যদি
রূপকথার রাজকুমার হয়ে
আমায় তুমি ভালবাসতে যদি
ছেলে:ভালবাসি তোমায় পুরনো অনুভবে
এ মনের জগতে রাজকুমারী তুমি
ভালোবাসি আমি যে তোমায়
এই কথাটাই ছিল শুধু বলার
মেয়ে:ভালোবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়
ছেলে: শোনো বলি তোমায়
না বলা কথাগুলো আজ বলে দিতে চাই
মেয়ে:বল কি বলতে চাও
সারাটি জীবন ধরে শুনে যেতে চাই
ছেলে:ভালোবাসি আমি যে তোমায়
সেই কথাটাই ছিল শুধু বলার
মেয়ে:ভালোবাসি আমিও তোমায়
সব কথা কি মুখে বলে দিতে হয়